বিস্তারিত বিষয়
পেঁয়াজের কেজি ২০০ টাকা,সংসদে ক্ষোভ প্রকাশ
পেঁয়াজের কেজি ২০০ টাকা,সংসদে ক্ষোভ প্রকাশ
[ভালুকা ডট কম : ১৪ নভেম্বর]
দেশে পেঁয়াজের দাম বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সরকার ও বিরোধীদলের সংসদ সদস্যরা। তারা পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ খুঁজে বের করতে বাণিজ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তারা পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পেঁয়াজ নিয়ে আলোচনার সূত্রপাত করেন সরকারদলীয় জ্যেষ্ঠ সংসদ সদস্য মোহাম্মদ নাসিম। প্রতিদিন পেঁয়াজের দাম কেন বাড়ছে- সে প্রশ্ন রেখে নাসিম বলেন, পেঁয়াজের ঝাঁজ বেশি হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে এটা নিয়ে প্রতিক্রিয়া হচ্ছে। মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া হলে সেটা খারাপ হবে। পেঁয়াজের দাম প্রায় ২০০ টাকা হয়ে গেছে।
নাসিম বলেন,বাণিজ্যমন্ত্রী যখন বলেন ১০০ টাকার নিচে দাম নামবে না, তাহলে ব্যবসায়ীরা তো সুযোগ পেয়ে যায়। বলা হচ্ছে, বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। তাহলে কেন দাম বাড়ছে—এটা বোধগম্য নয়। এতে সরকারের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। প্রধানমন্ত্রী ভারতে গিয়ে বলেছিলেন পেঁয়াজের ঝাঁজ বেড়ে গেছে। তিনি ভারতকে পেঁয়াজ রপ্তানি বন্ধ না করতে অনুরোধ করেছিলেন। সংসদে অর্থমন্ত্রী আছেন। বাণিজ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে না। অর্থমন্ত্রীকে বলব, পেঁয়াজের ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া উচিত। আরও তৎপর হওয়া উচিত। অর্থমন্ত্রী যদি জবাব দেন, তাহলে আমরা আশ্বস্ত হব। অবশ্য অর্থমন্ত্রী এ বিষয়ে সংসদে কোনো বক্তব্য দেননি।
সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন,দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যাপারে অর্থমন্ত্রীর অনেক কর্তব্য রয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পেঁয়াজের দাম একটু হয়তো বেড়েছে। দুঃখভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আজকে পেঁয়াজের কেজি ২০০ টাকা। আমরা কোনো দিনই এটা ভাবিনি। দেশে পেঁয়াজের কী চাহিদা, তা আগেই মূল্যায়ন করা হয়ে থাকে। দরকার কত, আছে কত, যেটা ঘাটতি, তা তুরস্ক, মিসরসহ অন্য দেশ থেকে আগেই সংগ্রহ করা হয়।
পেঁয়াজ আমদানিতে সাময়িকভাবে শুল্ক তুলে দেওয়ার পরামর্শ দিয়ে অর্থমন্ত্রীর উদ্দেশে তোফায়েল বলেন,যাঁরা পেঁয়াজ আমদানি করেন, তাঁদের সুবিধা দিন। অনন্ত কিছুদিনের জন্য আমদানি শুল্ক শূন্য করে দিন। এ ধরনের ঘোষণা দেওয়া হলে দেখা যাবে, এর প্রভাব বাজারে পড়ছে।
বিরোধী দল জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক বলেন,গত পরশু বাজারে পেঁয়াজের কেজি ছিল ৮০ টাকা। ওই দিন এই সংসদে বাণিজ্যমন্ত্রীর পক্ষে শিল্পমন্ত্রী দেওয়া বক্তব্যে পেঁয়াজের মূল্য সরকারের নিয়ন্ত্রণে আছে বললেন। এটা বলার পরদিন দাম হয়ে গেল ১৫০ টাকা। আর আজকে হলো ২০০ টাকা। ভারতে পেঁয়াজের দাম না পেয়ে কৃষক কাঁদছেন। প্রতিবেশী দেশের সঙ্গে এত ভালো সম্পর্কের পর প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিলে এই সংকট থাকত না।
পেঁয়াজের দাম বাড়ার পেছনে ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখারও দাবি জানান মুজিবুল হক। তিনি বলেন, বাজারে পেঁয়াজ নেই, এমন নয়। বাজারে প্রচুর পেঁয়াজ আছে। কিন্তু দাম বাড়ছে। তিনি মনে করেন, এটা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র।
বিরোধী দলের এই সাংসদ আরও বলেন,স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে বলব, আপনারা বের করেন, এটা ষড়যন্ত্র কি না? মানুষ পেঁয়াজ কিনতে পারে না, কেবল এটা নয়, সরকারের বিরাট একটা বদনাম হচ্ছে। কিছু খারাপ কাজের জন্য অনেক ভালো কাজ ম্লান হয়ে যায়। অনেক ফেনসিডিল ব্যবসায়ী রাস্তাঘাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মরে যায়। পেঁয়াজের মূল্য যারা বাড়াচ্ছে, তাদের একটা বন্দুকযুদ্ধে মরে যাক। তাহলে এটা একটা উদাহরণ হবে। পেঁয়াজের বিষয়ে জরুরি ভিত্তিতে অভিযান হওয়া উচিত।
আওয়ামী লীগের সাংসদ আ স ম ফিরোজ বলেন, বাজারে পেঁয়াজ আছে। এর দাম বাড়ার কোনো কারণ নেই। কিন্তু গতকাল দাম ছিল ১৫০ টাকা আর আজ ২০০ টাকা। পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ‘জিহাদ’ ঘোষণা করেছে। এই সময় দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীরা এই কাজ করছে। তিনি এসব ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ফিরোজ বলেন, ‘নিশ্চয়ই প্রধানমন্ত্রী এ ব্যাপারে পদক্ষেপ নেবেন। দেশবাসীকে আশ্বস্ত করবেন, যাতে পেঁয়াজের দাম অচিরেই কমে আসে। মানুষ যেন সুবিধা ভোগ করেন।
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এখন পেঁয়াজ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ নেয়া উচিত।#
সতর্কীকরণ
সতর্কীকরণ : কলাম বিভাগটি ব্যাক্তির স্বাধীন মত প্রকাশের জন্য,আমরা বিশ্বাস করি ব্যাক্তির কথা বলার পূর্ণ স্বাধীনতায় তাই কলাম বিভাগের লিখা সমূহ এবং যে কোন প্রকারের মন্তব্যর জন্য ভালুকা ডট কম কর্তৃপক্ষ দায়ী নয় । প্রত্যেক ব্যাক্তি তার নিজ দ্বায়ীত্বে তার মন্তব্য বা লিখা প্রকাশের জন্য কর্তৃপক্ষ কে দিচ্ছেন ।
কমেন্ট
অন্যান্য বিভাগের অন্যান্য সংবাদ
-
সরকার আবার আগুনের খেলা শুরু করেছে-রিজভী [ প্রকাশকাল : ১৩ ডিসেম্বর ২০১৯ ০১:০৫ অপরাহ্ন]
-
দেশ থেকে কুষ্ঠ রোগ নির্মূল করা হবে-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ১১ ডিসেম্বর ২০১৯ ০২:০০ অপরাহ্ন]
-
অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ১০ ডিসেম্বর ২০১৯ ০৭:০০ অপরাহ্ন]
-
বিশ্ববিদ্যালয়ের অপ্রত্যাশিত ঘটনার দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না [ প্রকাশকাল : ০৯ ডিসেম্বর ২০১৯ ০৬:০০ অপরাহ্ন]
-
৬৪ জেলাতেই নির্মাণ হবে সারের বাফার গোডাউন-শিল্প প্রতিমন্ত্রী [ প্রকাশকাল : ০৮ ডিসেম্বর ২০১৯ ০৫:৩৩ অপরাহ্ন]
-
১৭ ডিসেম্বর থেকে হর্ন বাজালেই জেল-জরিমানা [ প্রকাশকাল : ০৮ ডিসেম্বর ২০১৯ ০৪:৩০ অপরাহ্ন]
-
জনগণ জেগে উঠেছে,সরকারের পতন অনিবার্য- মির্জা ফখরুল [ প্রকাশকাল : ০৭ ডিসেম্বর ২০১৯ ০৬:০০ অপরাহ্ন]
-
সরকারই আদালত অবমাননা করেছে-মির্জা ফখরুল [ প্রকাশকাল : ০৬ ডিসেম্বর ২০১৯ ০৫:২৩ অপরাহ্ন]
-
বিএনপিপন্থি আইনজীবীদের আচরণ ক্ষমার অযোগ্য- কাদের [ প্রকাশকাল : ০৬ ডিসেম্বর ২০১৯ ০৫:২০ অপরাহ্ন]
-
খালেদার জামিন শুনানি ১২ ডিসেম্বর [ প্রকাশকাল : ০৫ ডিসেম্বর ২০১৯ ০৫:৫২ অপরাহ্ন]
-
সন্ত্রাসের গডমাদার খালেদা জিয়া,জেলে ভালো আছে-প্রধানমন্ত্রী [ প্রকাশকাল : ০৪ ডিসেম্বর ২০১৯ ০৫:৪০ অপরাহ্ন]
-
সুপ্রিম কোর্টের এডিডেভিড শাখার সব কর্মকর্তাকে বদলি [ প্রকাশকাল : ০৩ ডিসেম্বর ২০১৯ ০৫:১০ অপরাহ্ন]
-
জনস্বার্থকে প্রাধান্য দিতে সেনাবাহিনীর প্রতি রাষ্ট্রপতির আহ্বান [ প্রকাশকাল : ০৩ ডিসেম্বর ২০১৯ ০৫:০০ অপরাহ্ন]
-
মুক্তিযোদ্ধার মর্যাদা পেলো রাণীনগরের ১০বীরাঙ্গনা [ প্রকাশকাল : ০২ ডিসেম্বর ২০১৯ ০৬:০০ অপরাহ্ন]
-
আইএস টুপি’র,কর্মকর্তাদের গাফিলতি নেই-তদন্ত কমিটি [ প্রকাশকাল : ০১ ডিসেম্বর ২০১৯ ০১:৩৬ অপরাহ্ন]